সাতকানিয়ায় বাতিল হওয়া ৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

পৌরসভা নির্বাচন

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৫ জানুয়ারি, ২০২১ at ৮:৫২ অপরাহ্ণ

সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া আটজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২৫ জানুয়ারি) প্রার্থীদের দায়েরকৃত আপিলের শুনানী শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পৌরসভা নির্বাচনের আপিল কর্তৃপক্ষ তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন বাতিল হওয়ার পর আপিলের শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন ৩নং ওয়ার্ডের একেএম মোর্শেদ, মো. মহিউদ্দিন, ৪নং ওয়ার্ডের মুহাম্মদ শামসুল হক, মো. নুরুল হক, ৫নং ওয়ার্ডের মো. আকতার হোসেন, মো. রফিক, ৬নং ওয়ার্ডে রাশেদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের হুমায়ুন কবির চৌধুরী।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, সাতকানিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন হলফনামায় তথ্য গোপন, মিথ্যা তথ্য উপস্থাপন ও ঋণ খেলাপীর দায়ে সাধারণ কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।
পরে তারা জেলা প্রশাসক ও পৌরসভা নির্বাচনের আপিল কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করেন। আজ সোমবার আপিল শুনানি শেষে তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। এখন মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবোনের কান্না থামাতে দায়ের কোপ!
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাতিল হওয়া এলডিপির মেয়র প্রার্থীসহ ১০ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা