দক্ষিণ জেলা যুবলীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার সাতকানিয়া রিসোর্টে জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি তৌহিদুল আলম, নাছির উদ্দীন জয়, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিস, সাধারণ সম্পাদক ওসমান হোসেন, বোয়ালখালী উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এদেশের মানুষের সুখে দুঃখে পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
স্যাভক : দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যাকবলিত এলাকায় দক্ষিণ এশিয়া ভিত্তিক সুবিধাবঞ্চিত পথশিশু বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্যাভকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত চন্দনাইশ, দোহাজারি, সাতকানিয়া সদর ও পশ্চিম সাতকানিয়া কাঞ্চনা বন্যাকবলিত এলাকায় কয়েকধাপে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্যাভকের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ শাহজাহান ও স্যাভকের বোর্ড মেম্বার এড. সাজ্জাদ হোসাইনসহ স্যাভকের ভলান্টিয়ার টিম।
সাতকানিয়া বীজ বিতরণ : সাতকানিয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। ভারটেঙ গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন, সহকারী কৃষি অফিসার মো. আইয়ুব আলী, উপজেলা কৃষক লীগ নেতা আবছার উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাওছার আলম, ডিলার নুরুল কবির সওদাগর ও নলুয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রকাশ দত্ত, আহমদ ছফা, শামসুল ইসলাম, খায়ের আহমদ আলী, আহমদ আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।












