সাতকানিয়ায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নওরগা পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের কন্যা আফিফা আবেদীন (২১) ও ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের কন্যা হুজাইরা নূর (০৯)।
জানা গেছে, হুজাইরা ও তার খালাতো বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিফা গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে যায় হুজাইরা। তাকে বাঁচাতে আফিফা পুকুরে নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসলে নেমে ২ জনের মৃত্যু হয়। পুকুরে গোসল করার আগে তারা পুরো পরিবার বান্দরবান এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে খালার বাড়ি ছদাহা গেলে এ ঘটনা ঘটে।