সাতকানিয়ায় মালবাহী পিকআপে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (২০) ও মো, শরীফ (১৯)।
গত শনিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, সেকেন্ড অফিসার এসআই আহসান হাবিব ও এএসআই দীপক চন্দ্র ধরের নেতৃত্বে পুলিশ সড়কের সাতকানিয়া রাস্তার মাথায় তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
এ সময় রাত ১১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপকে(নং-ঢাকা-ন-১৫-১০৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপের চালকের আসনের পিছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার পাহাড়িয়াপাড়ার আহমদ হোসেন সিকদারের পুত্র মো. সোহেল ও টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের বরইতলী এলাকার মো. লেডু মিয়ার পুত্র মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।
একই সাথে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ২ জনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।