সাতকানিয়ায় দুর্গাপূজার ১০ মণ্ডপে অর্থ প্রদান

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মতবিনিময় সভা ও নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার বিকালে সাতকানিয়া বাজালিয়া ইউনিয়নে ১০টি পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান প্রদান করেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা আসিফ খান (সবুজ)। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাজালিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমন দাশ রিমনের সঞ্চালনায় সম্রাট খান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইয়ুব খান। বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ এনাম, মোহাম্মদ ফারুকসহ শারদীয় দুর্গা উৎসব ১০টি পূজা মন্ডপ কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদলিল লেখকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধস্বচ্ছতা দক্ষতায় ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিতে মানব সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়