সাতকানিয়ায় দুই ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মনতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান আলী বলেন, সোমবার রাতে কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডেলিপাড়া এলাকার সালাউদ্দিন, ফেরদৌস ও আমজাদ বাড়ি ফিরছিল। এসময় কেরানীহাটবান্দরবান সড়কের সাতকানিয়াস্থ মনতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একটি পিকআপ দেখতে পায়। কিন্তু আশপাশে কোন মানুষ নাই। ফলে তারা পিকআপটির পাশে গিয়ে দরজা খোলার জন্য বলে। পরে দরজা খোলার সাথে সাথে একজন দৌড়ে পালিয়ে যায়। তখন সন্দেহ হওয়ায় পিকআপে থাকা অপর দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা এলোমেলো তথ্য দেয়। এরই মধ্যে লোকজন জড়ো হয়ে পিকআপটিতে তল্লাশি চালায়। তখন তারা পিকআপ থেকে কাটার ও দাসহ ধারালো অস্ত্র উদ্ধার করে। এলাকার লোকজন থেকে বিষয়টি জানার পর আমি থানায় খবর দিই। পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা হলো চকরিয়া পালাকাটার কালাচাঁদ পাড়ার নুরুল আমিনের ছেলে মো. শেফায়েত হোসেন (২২) ও চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরা মহুরী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. আসিফ (২০)

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃত দুইজনসহ সংঘবদ্ধ দল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ১টি তালা কাটাার যন্ত্র ও দুইটি লম্বা দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ ছাড়া সবাই কষ্টে রয়েছে
পরবর্তী নিবন্ধমানুষের ভোট পাবে না জেনেই বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায়