সাতকানিয়ায় চোরের গুলিতে একজন আহত, ৫ গরু লুট

সাতকানিয়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:২৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় গরু চোরের গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতের নাম মোঃ নাছির উদ্দিন (৪২)। এসময় চোরের দল দুই জনের ৫টি গরু লুটে নিয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কেঁওচিয়ার আমতল ও হাদিয়ার মার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন রাত আড়াই টার দিকে ৬৭ জনের সংঘবদ্ধ চোরের দল কেঁওচিয়ার বায়তুল ইজ্জত আমতল এলাকার আলী আহমদের পুত্র মোঃ নাছির উদ্দিনের গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে নাছির ঘর থেকে বের হয়ে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। তখন চোররা গুলি ছুঁড়তে ছুঁড়তে গরু নিয়ে পালিয়ে যায়। এতে নাছির গুলিবিদ্ধ হয়ে আহত হন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, কেঁওচিয়ার আমতল ও হাদিয়ার মার পাড়া এলাকা থেকে কয়েকটি গরু চুরি হয়েছে বলে শুনেছি। সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

পূর্ববর্তী নিবন্ধবৈদ্যুতিক শক দিয়ে একব্যক্তিকে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধপশ্চিম টইটং রওজাতুন্নবী (সা.) হেফজখানায় দস্তারবন্দী