সাতকানিয়ায় চিব্বাড়ী এম এ মোতালেব কলেজে পিঠা উৎসব

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চিব্বাড়ী এম এ মোতালেব কলেজের আয়োজনে গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কলেজ পিঠা মাঠে দিনভর পিঠা উৎসব চলে। পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম এক ধারক ও বাহক। আদিকাল থেকেই অঞ্চল ও ঋতু ভেদে নানা রকম পিঠা তৈরি হয়ে আসছে। তবে নগরায়ণের প্রভাবে পিঠা ধীরে ধীরে বিলুপ্তির পথে। আধুনিক সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিতি ধরে রাখতে প্রতি বছর চিব্বাড়ী এম এ মোতালেব কলেজ পিঠা উৎসব উদযাপন করে। পিঠা উৎযাপন পরিষদের আহ্‌বায়ক রিটন কান্তি সুশীল এবং সদস্য সচিব আকরাম খানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, আরিফুল হক রুবেল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বাংলার কবি-সাহিত্যিক ও আবৃত্তিশিল্পীদের মিলনমেলা
পরবর্তী নিবন্ধহজ ফ্লাইটের অতিরিক্ত ভাড়া কমানোর দাবি সুজনের