সাতকানিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম দুলু (৫০) ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিনুর রহমান ইমন (৩৪)। গত শনিবার রাতে কেঁওচিয়া এবং ঢেমশা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মোরশেদ আলম দুলু উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছোট ঢেমশার ছমদিয়া পুকুর পাড় এলাকার মৃত নুর আহাম্মদের পুত্র এবং ইয়ামিনুর রহমান ইমন এওচিয়া পন্ডিত বাড়ির মৃত আব্দুল মাবুদের পুত্র।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুজনই ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। গ্রেপ্তারকৃত আসামিদেরকে গতকাল রোববার আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।