সাতকানিয়ায় আসন ঘরে দুর্বৃত্তের আগুন

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়েছে এক বাড়ির আসন ঘর। এতে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চন্ডী বৈদ্য বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে
ও কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তেমুহনী চন্ডী বৈদ্য বাড়ির লিটন বৈদ্য বলেন, ঘটনার রাতে আমরা সবাই অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে বাড়ির সবার চিৎকার-চেচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি বাড়ির সামনে আসন ঘরগুলোতে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রনজিৎ বৈদ্য, রূপন বৈদ্য, সুমন বৈদ্য, স্বপন বৈদ্য ও বাবুল বৈদ্যের আসন ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সুমন বৈদ্য বলেন, এলাকায় কারো সাথে আমাদের শত্রুতা নাই। গত সোমবার অনুষ্ঠিত ভোট নিয়েও কারো সাথে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব নাই। তবে আমাদের আসন ঘরগুলো যে পেট্রোল দিয়ে পুড়ে দিয়েছে তাতে কোনো সন্দেহ নাই। ঘটনার পরপর আশপাশে পেট্রোলের বোতল পাওয়া গেছে। আমাদের মূল ঘরের সামনেও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। সুনির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই। সবচেয়ে বড় কথা হলে আসন ঘরের আগুন মূল ঘরে লাগলে আমরা সবাই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যেতাম।’
কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত বৈদ্যদের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করবো এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।’
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কারনায়েন বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে আমরা আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারিনি।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধ৮ লাখ টাকা চুরি আড়ত কর্মচারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিগারেট খাওয়া নিয়ে রেলওয়ে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষ