সাতকানিয়ায় তেমুহনী বিলের আবাদী জমিতে অবৈধ ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কালিয়াইশ, ধর্মপুর ও তেমুহনীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ পাঠানীপুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলী হোসেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মনির আহমদ, অধ্যাপক মো. এনাম, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাশ সুজন, কেঁওচিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লোকমান হাকিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউপি সদস্য আবদুস শুক্কুর, আহমদ কবির, এডভোকেট মো. সাইফুদ্দিন হাসান, মো. সেলিম উদ্দিন ও আহমদ কবির।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, কেঁওচিয়ার তেমুহনী, কালিয়াইশ ও ধর্মপুরের মধ্যবর্তী এ বিলে আমন ও বোরো আবাদ ছাড়াও রবিশস্যের চাষ হয়। তেমুহনী, কালিয়াইশ ও ধর্মপুরের বেশির ভাগ মানুষ কৃষি নির্ভরশীল। এ বিলের সোনা ফলা আবাদী জমিগুলোতে ইটভাটা স্থাপন করা হলে অনেক জমি চাষের বাইরে চলে যাবে। এতে এলাকার কৃষি নির্ভরশীল পরিবারগুলো দুর্ভোগে পড়বে। যারা ইটভাটা স্থাপনের তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্সসহ বৈধ কোনো কাগজপত্র নাই। ফলে সংশ্লিষ্ট প্রশাসনকে এ অবৈধ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার জন্য দাবি জানান তারা।