সাতকানিয়ার মীর্জাখীল উচ্চ বিদ্যালয় ফ্রি চিকিৎসাসেবা

| শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়ার মীর্জাখীল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প গতকাল শুক্রবার সম্পন্ন হয়। গাইনি ও প্রসূতি, নবজাতক শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, বাত-ব্যথা, চর্ম ও যৌন, চোখ, দাঁত, নাক-কান-গলা, কর্ণ ছেদন ও খতনা-সহ ২৬ জন বিশেষজ্ঞ ডাক্তার, সহকারি ও ৫০জন নার্সের মাধ্যমে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। পুরোদিনব্যাপী উক্ত ফ্রি চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ, ডা. নুরুল আমিন, অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন চৌধুরী, ডা. মোজাম্মেল হক, ডা. আহামদ রহিম, ডা. মোহাম্মদ জুনাইদ চৌধুরী, ডা. মোহাম্মদ সৌমিম (শামীম), ডা. ফরহাদ কবির, ডা. মোহাম্মদ মোজাম্মেল হক, ডা. এনামুল হক, ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ, ডা. মোহাম্মদ সৌমিক সালমান, ডা. মিনহাজুস সোয়ালেহীন সিদ্দিকী, ডা. জান্নাতুল নাঈম জেকি, ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম, ডা. রায়হান ছিদ্দিকী প্রমুখ। পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এস. এম. মোস্তাক আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা যুবলীগের সম্মেলন
পরবর্তী নিবন্ধআবদুল হাদী মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ সম্পন্ন