সাতকানিয়া সরকারি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

| রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৫ অপরাহ্ণ

সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) এর মাধ্যমে শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি সহ সব ফি-চার্জ আদায়ে সাতকানিয়া সরকারি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কলেজের সন্মেলন কক্ষে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম নর্থ এর জিএম মু. মুসা খানের নির্দেশনায় এ চুক্তি কার্যক্রম সম্পন্ন হয়।

এ চুক্তির আওতায় কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থী অনলাইনে সব ধরনের ফি-চার্জ জমা দিতে পারবেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে পটিয়ার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান এবং কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর হোসেন বলেন, সাতকানিয়া সরকারি কলেজ শিক্ষার্থীদের সব ধরনের প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং কষ্টও লাঘব হবে।

ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ চুক্তির মাধ্যমে সিএসআর এর আওতায় সব ধরণের সহযোগিতা করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাতকানিয়া সরকারি কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মনছুরুল আলম এবং প্রভাষক আব্দুল হামিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস পটিয়ার এসপিও হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার দেবাশীষ ভট্টাচার্য্য।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের নব নির্বাচিত প্যানেলের সাথে কিবরিয়া স্মৃতি পরিষদের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধশখের বাইকে কক্সবাজার ভ্রমণ, ফিরলেন লাশ হয়ে