সাতকানিয়া থানার অন্তর্গত দক্ষিণ রুপকানিয়া চন্দনা পাডা ফুরকানিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক সভা ও খতমে বুখারী, মুজমায়ে সলওয়াতে রাসুল (সা.) সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন সকাল ৮টা থেকে শুরু করে বুখারী শরিফের খতম, মুজমায়ে সলাওয়সতে রাসুল (সা.) ও খতমে কুরআন দুপুর ১টায় শেষ হয়। এতে মুনাজাত পরিচালনা করেন গারাংগিয়া দরবারের পীর কারী আব্দুল মাবুদ। ২য় অধিবেশন বাদে যোহর ফুরকানিয়া মাদ্রাসার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩য় অধিবেশন বাদে আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমিন। ৪র্থ অধিবেশন বাদে মাগরিব জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। ৫ম অধিবেশনে বাদে এশা আলোচনা পেশ করেন গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কুতুবউদ্দিন। আরো আলোচনা পেশ করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা মুরশেদুল আলম। সভাপতিত্ব করেন অত্র জামে মসজিদের খতিব হাফেজ অব্দুল লতিফ। আখেরী মুনাজাত পরিচালনা করেন গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কুতুবউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।