সাতকানিয়ায় ৪ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮১ জনের নাম উল্লেখ করে ও ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গত ১৮ জুলাই সাতকানিয়ার কেরানীহাটে অবস্থান কর্মসূচি পালনকালে হামলার ঘটনায় গতকাল বুধবার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়ার গুরা মিয়ার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র মো. তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মো. ওচমান আলী, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, ঢেমশা ইউপি চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরো ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কেরানীহাটে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি পালনকালে হামলা চালানোর ঘটনায় মো. তসলিম বাদী হয়ে ৮১ জনের নাম উল্লেখ করে এবং ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।