সাতকানিয়ায় ৩ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ১ নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতের নাম নুর নাহার বেগম (৪৫)। গতকাল শনিবার বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানান, গতকাল বিকালে জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়ায় ফরিদ উদ্দিনের মালিকানাধীন বিল্ডিংয়ের তৃতীয় তলার ১১০ নম্বর ফ্ল্যাটের ভাড়াটিয়া ইয়াবা ব্যবসায় জড়িত থাকার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালান। এসময় ফরিদ উদ্দিনের বিল্ডিংয়ের ভাড়াটিয়া কঙবাজারের টেকনাফ চৌধুরী পাড়ার আমির হোসেনের স্ত্রী নুর নাহার বেগমকে ৩ হাজার ৯ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা পুলিশের নিকট স্বীকার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে।