চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বেহাল দশায় থাকা একটি রাস্তা ইট বালি দিয়ে স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়নের নেতাকর্মীরা।
সোমবার ৩রা সেপ্টেম্বর বিকাল ৫ টার দিকে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের এর নেতৃত্বে কাঞ্চনা ইউনিয়নের ১ নং ২ নং ওয়ার্ডের সকল দায়িত্বশীলের সহযোগিতায় কাঞ্চনা ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে রাস্তাটি মেরামতের কাজ সম্পন্ন করেছেন।
জানা গেছে, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট থেকে সুইপুরা পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে যান্ত্রিক গাড়ি চলাচল তো দুরের কথা পায়ে হাটাও কষ্টকর হয়ে পড়ে। এমনকি ওই রাস্তা দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করার কারণেই প্রতিনিয়ত ঘটতো ছোট-বড় দুর্ঘটনা। বেহাল অবস্থায় থাকা এই সড়কটির প্রায় ৩ কিলোমিটার অংশ মেরামতের কাজ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
স্থানীয়রা জানিয়েছেন- দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় পরে থাকা এই রাস্তাটি অবশেষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গত ৪ দিন ধরে মেরামতের কাজ করেছেন। এখন যান্ত্রিক গাড়ি চলাচলের পাশাপাশি জনসাধারণের চলাচলের পথ সুগম হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই সড়কের সুফল ভোগী কাঞ্চনা ইউনিয়নর সাধারণ মানুষ।