সাতকানিয়া প্রতিনিধি ম
সাতকানিয়ায় এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মাদার্শা এলাকায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিক ইফতিখার জানান, আমি দুই দিন আগে বাড়ি থেকে শহরে চলে আসি। বাড়িতে শুধুমাত্র কেয়ারটেকার ছিল। ঘটনার দিন রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা প্রাচীর টপকে জানালার গ্রিল কেটে ছয়জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ঘরে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকে প্রথমে বাড়ির কেয়ারটেকারকে মারধরের পর হাত–পা বেঁধে ফেলে রাখে। এরপর ঘরের প্রত্যেকটি কক্ষের জিনিসপত্র তছনছ করে লুটপাট চালায়। এসময় ডাকাতরা নগদ ৪০ হাজার টাকা, এক ভরি স্বর্ণ ও দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, এটা ঠিক ডাকাতি নয়, অনেকটা চুরির মতো। ঘরে কেয়ারটেকার ছাড়া কেউ থাকে না। এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল জানালা কেটে ঘরে ঢুকে এক ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা নিয়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।











