অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী। গতকাল শনিবার চট্টগ্রাম উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী বাড়িতে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অজিত কান্তি দাশসহ কালিয়াস ইউনিয়ন বিএনপি নেতা ও ছাত্রদল, যুব দলের নেতাকর্মীরা। এ সময় রাজিব জাফর বলেন, সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, বিএনপি ক্ষমতায় আসলে ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে সব সময় থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।