সাতকানিয়ায় লাইসেন্সবিহীন চালককে জরিমানা দন্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১২:৩৩ অপরাহ্ণ

যানজট নিরসনের লক্ষ্যে সাতকানিয়ায় লাইসেন্সবিহীন মোটরযান চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার কেরানীহাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এবং সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) আদেশ, ১৯৭০ এর সংশ্লিষ্ট ধারায় ৬টি মামলায় সর্বমোট সাড়ে চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমান আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন, লাইসেন্স বিহীন মোটরযান চালানো এবং অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৬টি মামলায় সর্বমোট সাড়ে চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি কেরানীহাট এলাকায় যানজট নিরসনে যানবাহন মালিক ও চালক সমিতির সভাপতি ও সদস্যগণকে সতর্কতামূলক নির্দেশনা এবং ভোলান্টিয়ার নিয়োগের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আ. লীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা