সাতকানিয়ায় মাদার্শা যুব উন্নয়ন পরিষদের নতুন কমিটি ঘোষণা, মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদন | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাদার্শা যুব উন্নয়ন পরিষদের বার্ষিক সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৫-২৬-২৭ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে জাফর আহমদ সভাপতি,মোহাম্মদ শফি সিনিয়র সহ-সভাপতি, মোমিনুর রহমান মিন্টু সহ-সভাপতি, মোহাম্মদ ইউনুচ (প্রাক্তন) সহ-সভাপতি, রফিকুল ইসলাম রাফি সহ-সভাপতি, হাফেজ আবদুর রহিম সহ-সভাপতি, মোহাম্মদ শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মাঈনুদ্দীন হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ হেলাল উদ্দীন সহঃ সাধারণ সম্পাদক, আবুল হাসেম আজাদ সহঃ সাধারণ সম্পাদক, প্রভাষক সৈয়দ হোসেন সাংগঠনিক সম্পাদক, আহমদ আলী সহঃ সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান সহঃ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইউনুছ অর্থ সম্পাদক, জাবেদ হোসেন সহ-অর্থ সম্পাদক, মোঃ মাহমুদ মক্কী দপ্তর সম্পাদক, মাহমুদুল হাসান আইন সম্পাদক, নুরুল কবির প্রবাসী কল্যাণ সম্পাদক, কামাল হোসেন সহ-প্রবাসী কল্যাণ সম্পদক, আব্দুল গফুর সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক, মোঃ আবুল হাসান সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক, মোরশেদুল আলম শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মাষ্টার সাইফুল ইসলাম সাহিত্য ও পাঠাগার, আহমদ হোসেন আজাদ সমাজ কল্যাণ সম্পাদক, আরিফুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম সোহেল প্রচার সম্পাদক, মোহাম্মদ রিয়াজ ক্রীড়া সম্পাদক, মিজানুর রহমান সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা তারেকুল ইসলাম ধর্মীয় সম্পাদক, গোপাল কান্তি দাশ সনাতনী ধর্মীয় প্রতিনিধি, সাইফুল ইসলাম মিন্টু কৃষি বিষয়ক সম্পাদক, মামুনুর রহমান সুলতান নির্বাহী সদস্য, ফরিদুল আলম নির্বাহী সদস্য, হাফেজ করিমে নেওয়াজ ফরহাদ নির্বাহী সদস্য, হাফেজ মোহাম্মদ সাঈদ নির্বাহী সদস্য, হাফেজ আবদুল করিম নির্বাহী সদস্য, মোহাম্মদ ফারুক নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।

নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও শপথ গ্রহণের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। তারা মাদার্শা ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আবু হুরাইরা রা. দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে জাফর আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার আমির মাওলানা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মুকবুল আহমদ আরিফ, মাদার্শা ইউনিয়ন নায়েবে আমির ফরমান সিকদার, এবং মাওলানা ইসমাইল শহীদ।

এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সততার সাথে সমাজের এবং ইউনিয়নের মানুষের উন্নয়নে কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধচোরাই সিএনজির রুপ পরিবর্তন করে বিক্রি করতো চক্রটি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় সাবেক চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার