সাতকানিয়ায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযানে ছয়টি স্কেভেটর জব্দ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় উপজেলাজুড়ে থেমে নেই মাটি খেকোদের তান্ডব, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে উপজেলার শতাধিক ইট ভাটায় মাটি সরবরাহ করার জন্য উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে একযোগে মাটিকাটা শুরু করে, রাতভর চলে তাদের এই তান্ডব।

বাধ্য হয়ে উপজেলা প্রশাসনকেও মাঠে নামতে হয়েছে রাতে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী, নলুয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয়টি স্কেভেটর আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন, রাত শুরু হলে উপজেলা জুড়ে মাটি খেকোদের একটি সিন্ডিকেট অপতৎপরতা চালাচ্ছে। প্রায় প্রতি রাতেই তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

গতকাল রাতভর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী, নলুয়া ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় মাটি খেকোরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়টি স্কেভেটর আটক করে জব্দ করা হয়।জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের জব্দ করা দুই এস্কেভেটর নিয়ে গেল চোর
পরবর্তী নিবন্ধধর্ম উপদেষ্টার পক্ষ থেকে নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ