সাতকানিয়ায় বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

সাতকানিয়ার ৩ নং নলুয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড সংলগ্ন সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও পয়েন্ট করার পরিকল্পনার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নজুমিয়ার টেক হতে মোক্তারকুম এলাকায় নলুয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেনআবু মুসা আহমদ মিয়া, মিজানুর রহমান, মোজাম্মেল হক, লোকমান হাকিমসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন আক্তারুল ইসলাম, খোকন আহমেদ, আবু সুফিয়ান, মোহাম্মদ আলম, প্রদীপ প্রমুখ। বক্তারা বলেন, সাঙ্গু নদী হতে বালু উত্তোলন ও পয়েন্ট করা বন্ধ না হলে অত্র এলাকার ফসলি জমি বসতবিটা ও ব্লক নদী গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নবীনবরণ
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ৪০০তম বোর্ড সভা