সাতকানিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানা আদায়

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ২:৫১ অপরাহ্ণ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ায় বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসনের টাস্কফোর্স, এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় ৪টি মামলায় ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮শে অক্টোবর) উপজেলার ছমদিয়া পুকুর পাড় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার বিষয় গুলি তদারকি করা হয়। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৫ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর , ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভ‍‍ূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম দৈনিক আজাদীকে বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ার ছমদিয়া পুকুর পাড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ৫ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অ‌ভিযানে মিঠাইসহ তিন প্রতিষ্ঠানকে জ‌রিমানা