সাতকানিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

সাতকানিয়ার আমিলাইশ পশ্চিম ডলু ফুটবল একাডেমির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আবাম ফাউন্ডেশন বাংলাদেশের ব্যবস্থাপনায় ইলেক্টিভা ফাউন্ডেশনের অর্থায়নে উক্ত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবাম ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন।

একাডেমির সভাপতি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আবাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলম মুরাদ। উপস্থিত ছিলেন আমিলাইশ শক্তি সংঘের সভাপতি শ্যামল দাশ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হোসাইন, কাঞ্চনা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাশেম, আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অর্পন ভট্টাচার্য, সমাজসেবক মোহাম্মদ সৈয়দ হোসাইনসহ স্থানীয় বিশিষ্টজন। দিনব্যাপী কার্যক্রম পরিদর্শন করেন সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পরিদর্শনকালে তিনি বলেন, জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নির্বাচনে আসুন
পরবর্তী নিবন্ধরাস্তা পার হওয়ার সময় টেক্সির ধাক্কা, হাটহাজারীতে ২ সন্তানের জননীর মৃত্যু