সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর তিন দিন পর আদালতে মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ার দক্ষিণ রামপুর বনিক পাড়ায় যৌতুকের টাকার জন্য গৃহবধূ মনি ধরকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মৃত্যুর ৩ দিন পর স্বামীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামের মৃত নেপাল ধরের ছেলে নিহতের চাচা ঋশু ধর বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে এ ঘটনায় কোনো মামলা আছে কিনা সে ব্যাপারে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন সাতকানিয়া থানার ওসিকে। মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৩ জুন সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রামপুর ১ নং ওয়ার্ড বনিকপাড়ার মিলা ধরের সাথে আনোয়ারা উপজেলার বিলপুর গ্রামের বনিক পাড়ার মনি ধরের সামাজিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে মিশাকা ধর নামে ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিগত প্রায় ৫৬ মাস যাবৎ স্বর্ণের ব্যবসার জন্য মনি ধর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামী। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময়ে শ্বশুর বাড়ির লোকজন মনি ধরকে শারীরিক ও মানসিকতাবে নির্যাতন করে আসছিল। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি মনি ধরের স্বামী ফোন করে মনির মাকে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে। মনির মা মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে দেখে তার মেয়ের মরদেহ মাটিতে পড়ে আছে। গলায় ফাঁস লাগানো দাগ দেখা যায়। মামলার বাদী মৃত মনি ধরের চাচা ঋশু ধর বলেন, আমার ভাতিজিকে বিভিন্ন সময় শ্বশুর বাড়িতে যৌতুকের জন্য নির্যাতন করতো। তারা সবাই মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই মো. রায়হান হোসেন বলেন, আত্মহত্যার প্ররোচনায় সন্দেহভাজন হিসেবে স্বামী মিলা ধরকে আটক করে হাজতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, থানায় ভিকটিমের পরিবার কোন মামলা বা অভিযোগ করে নাই। কোর্টে মামলা দায়ের করেছেন। সেখানে থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই বিষয়ে কোন মামলা হয়েছে কিনা। আমরা জবাবে মামলা হয়নি জানিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পর্যায়ে স্বর্ণপদকসহ ৭ পুরস্কার পেল জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা
পরবর্তী নিবন্ধশিল্পাচার্য জয়নুল আবেদীন স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন