রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগারের ছোট ভাই আজগর খানের স্ত্রী সাজেদা আকতার (২৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।
গত বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি ৬ বছর ও ৮ মাস বয়সের দুই সন্তান রেখে যান।
একইদিন রাত সাড়ে নয়টায় রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।