সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবির গাড়ি খাদে, আহত ২

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়েছে। গতকাল রোববার দুপুরে সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন বিজিবি সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম সিএমএইচএ। ঘটনার পর দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিজিবি জানায়, আহত দুই বিজিবি সদস্য হলেন মো. মোয়াজ্জেম ও মো. রাকিব। দুজনের মধ্যে আহত মোয়াজ্জেমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

রাঙামাটির সাজেক থানার ওসি কানন সরকার জানান, শিজকছড়া এলাকায় বিজিবির একটি গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে যায়। দুইজন বিজিবি সদস্য আহত হয়েছে। বিজিবি, পুলিশ, সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকর্মবিরতিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাংশ
পরবর্তী নিবন্ধ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম দলে নাঈম শেখ