সাজেকে তিনদিনের সফরে আসছেন রাষ্ট্রপতি

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

রাঙামাটি প্রতিনিধি 

পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালিতে তিনদিনের সফরে আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১০১২ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার সাজেক সফর করবেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শামীম হোসেন।

তিনি জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শনিবার সাজেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ এবং জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গত বছরের ২০২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮২২ ডিসেম্বর পাঁচদিন সাজেকের সব কটেজরিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবাঁধ কেটে আড়াই হাজার একর বনভূমি উদ্ধার