সাজেকে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু

মিনি ট্রাক উল্টে আহত ১২

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:২১ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় প্রলীন চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি সাজেকের মাচালং এলাকায়। গতকাল সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে প্রলীন চাকমা মোটরসাইকেল চালিয়ে সাজেকে মাচালং এলাকায় তার বাসায় ফেরার পথে একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংর্ঘষে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

অপরদিকে, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সড়কের একুইজ্জ্যাছড়ি এলাকায় মিনিট্রাক উল্টে ১২ জন আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। জানা গেছে, খাগড়াছড়িগামী একটি মিনি ট্রাক ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা পর্যটকরা সড়কে ছিটকে পড়ে আহত হয়। এরমধ্যে ৪ জনের অবস্থা আশংঙ্কাজনক। পরে সেনাবাহিনী আহতদের উদ্ধার করে নিকটস্থ দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধহত্যাকাণ্ডের নেপথ্যে পারিবারিক কলহ
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের কাছে হেরে প্রস্তুতি শেষ বাংলাদেশের