রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী চাঁদের গাড়ী গভীর খাদে পরে ঘটনাস্থলেই ফারদিন হাসান বিশাল (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকা শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ। এসময় আরো ৭ পর্যটক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।
সাজেক থানার ওসি নুরুল আলম দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকাল ৫ টায় কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পরে যায়। এসময় গাড়ী নিচে চাপা পরে পর্যটক ফারদিন হাছান বিশাল মৃত্যুবরন করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠানো হয়।