সাজেকে আটকা ৩ শতাধিক পর্যটক

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ৭:৩২ অপরাহ্ণ

গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং সড়ক পানিতে তলিয়ে গেছে।

এতে করে মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে শনিবার (৩ আগস্ট) সকাল থেকে যান চলাচল বন্ধ আছে। এদিকে, সাজেকে অবস্থানকারী প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছে রিসোর্ট-কটেজ মালিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি ও ঢলের পানিতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বেড়ে গেছে। এতে সাজেকের বাঘাইহাট, মাচালং সড়ক এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় কবাখালী এলাকায় সড়ক পানিতে তলিয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গেলো শুক্রবার সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকা পড়ে ছোট-বড় ৫৫টি যানবাহন, পর্যটকের সংখ্যা ৩ শতাধিক জানিয়েছে প্রশাসনও।

সাজেকে ভ্যালির হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্র চাকমা জানান, শুক্রবার যারা সাজেকে বেড়াতে এসেছেন তারাই আটকে পড়েছে। আনুমানিক ৩ শতাধিক মতো পর্যটক হবে। রাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শনিবার সকালে বাঘাইহাট ও মাচালং সড়কে পানি ওঠে সড়ক তলিয়ে যায়। এতে পর্যটকরা আটকা পড়েন।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, শুক্রবার রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় সাজেকের বাঘাইহাট ও মাচালং সড়ক আর দীঘিনালার কবাখালী সড়ক পানিতে তলিয়ে গেছে। শনিবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি আসতে পারেনি এবং সাজেক থেকেও কোনো গাড়ি যেতে পারেনি। ফলে শুক্রবারে যে সকল পর্যটক সাজেকে বেড়াতে এসেছে তারাই আটকে পড়েছে। আনুমানিক আটকে পড়া পর্যটকের সংখ্যা ৩ শতাধিক হবে। আজকেও (শনিবার) তাদের থাকতে হবে, সড়ক থেকে পানি না কমলে তারা যেতে পারবে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, টানাবৃষ্টিতে সাজেক যাওয়ার পথের কয়েকটি সড়কে পানি থাকায় সাজেকে আনুমানিক ৩ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছে। তারা সকলে সুস্থ আছে। সড়ক থেকে পানি সরে গেলে তারা ফিরতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, মহিউদ্দিন বাচ্চু এমপির কার্যালয়ে আগুন