সাজেকে আগুনে পুড়েছে রিসোর্ট ও বসতঘর

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি সাজেকের কংলাক পাহাড়ে একটি রিসোর্ট ও বসতঘর আগুনে পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে মেঘছোঁয়া রিসোর্ট ও এর পাশে থাকা ফড়িংগি রিসোর্টসহ একটি বসতঘরও পুড়ে গেছে বলে জানা যায়।

সাজেকের কুডেঘর রিসোর্টের ম্যানেজার জোতেন ত্রিপুরা বলেন, গভীর রাতে আগুন লেগে রিসোর্ট ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এদিকে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে আগুন লেগে দুটি রিসোর্ট পুড়ে গেছে। তবে রিসোর্টে কোনো ট্যুরিস্ট ছিল না। আগুন কিভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির ১১ বেইলি সেতু ঝুঁকিপূর্ণ
পরবর্তী নিবন্ধফসলি জমিতে বেড়ে চলেছে তামাক চাষ