সাজাপ্রাপ্ত তারেককে জাতীয় সরকারের প্রধান বানাবেন কীভাবে?

মির্জা ফখরুলকে নাছিরের প্রশ্ন

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, মানি লন্ডারিং মামলায় ৭ বছর এবং গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক তারেক জিয়াকে কীভাবে কথিত জাতীয় সরকারের প্রধান করবেন? গতকাল মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে সাবেক মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইদরিস আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়েজিত স্মরণসভায় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির একথা বলেন। স্মরণসভায় সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ইদরিস আলম দলের এবং জাতির সম্পদ। তিনি সৃজনে-মননে সৃষ্টিশীলতায় নিমগ্ন ছিলেন। তার মতো প্রজ্ঞাবান মানুষেরা কখনও হারিয়ে যান না এবং প্রজন্ম পরম্পরায় চিরঞ্জীব হয়ে থাকবেন।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, থানা আওয়ামী লীগের ছিদ্দিক আলম, কাজী আলতাফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের মো. হাসান, মরহুমের সন্তান ইফতেখার আলম জাহেদ। উপস্থিত ছিলেন সহসভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সম্পাদক মন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুই দিনব্যাপী জাতীয় সুফি সম্মেলন শুরু হচ্ছে কাল