আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্নার দীঘি এলাকায় সাঙ্গু নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারসহ বেলাল মাঝি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার বিকাল ৩টায় আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, রায়পুর ইউনিয়নের বাইন্নার দীঘি এলাকায় সাঙ্গু নদ থেকে স্থানীয় গফুর মাঝি ও বেলাল মাঝি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সোমবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ বেলাল মাঝিকে আটক করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।