মা ইলিশ সংরক্ষণে পরিচালিত পৃথক দুটি অভিযানে ৫৪০ কেজি ইলিশ, তিনটি বোট, সাড়ে তিন হাজার মিটার ভাসমান জাল ও ৩৫ ক্যান বরফ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার ও আগের দিন শনিবার সাগরে ও নগরের বিভিন্ন ফিসারিঘাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সামুদ্রিক মৎস্য আইনে এক লাখ চার হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ মাছ সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়। জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। অংশ নেন নির্বাহী মেজিস্ট্রেট ফারিস্তা করিম, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক হুমায়ন কবির।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সাগরে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় আবু তাহের, বাচারাম দাস ও তপনচন্দ্র জলদাসের তিনটি মাছ ধরার বোট জব্দ করা হয়। এসময় ৩২৫ কেজি ইলিশ ও সাড়ে তিন হাজার মিটার দৈর্ঘ্যের ভাসমান জালও জব্দ করা হয়। এছাড়া ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আগের দিন শনিবার ফিসারিঘাট, আকমল আলী ঘাটসহ অন্যান্য বাজারে পরিচালিত অভিযানে ২১৫ কেজি ইলিশ, ৩৫ ক্যান বরফ জব্দ করা হয়। এদিন জরিমানা করা হয় ৪০ হাজার টাকা।