মহেশখালী–কক্সবাজার নৌপথের মহেশখালী চ্যানেলে একটি যাত্রীবাহী গামবোট দুর্ঘটনায় বোট থেকে সাগরে পড়ে গিয়ে ১ যাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় বাঁকখালী মোহনায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যাত্রীর নাম মনির উদ্দিন (২৭)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের হাজী নুর মোহাম্মদ প্রকাশ ছদূর পুত্র। তিনি এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশন কর্মী।
দুর্ঘটনা কবলিত গামবোটের অপরযাত্রী হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের শফিউল আলম জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে তিনিসহ ৭০–৮০ জন যাত্রী নিয়ে কক্সবাজার ৬ নং ঘাট থেকে একটি যাত্রীবাহী গামবোট মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করে। বোটটি সন্ধ্যা সাড়ে ৬টায় বাঁকখালীর মোহনায় পৌঁছলে প্রবল স্রোতের টানে ঝাঁকুনিতে বোট থেকে ৪ জন যাত্রী সাগরে পড়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত বোটটি ঘুরিয়ে ও অপর একটি স্পিডবোটের সাহায্যে ৩ যাত্রীকে বোটে তুলতে সক্ষম হলেও এনজিও কর্মী মনির উদ্দীনকে খুঁজে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত নয়টায় নিখোঁজ মনির উদ্দিনের ভাই কফিল উদ্দিন জানান তার ভাইকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।