সাগরিকা রোটারি ক্লাব ও ব্রাইট ফোরামের সেলাই মেশিন বিতরণ

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

পূর্ব বাকলিয়া বিবিএফ সম্মেলন কক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকা ও ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়। রোটারিয়ান উৎপল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান আরিফ আহমেদ। প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রোটারি ক্লাব চিটাগাং সাগরিকা ও ব্রাই্‌ট বাংলাদেশ ফোরাম যৌথভাবে প্রশিক্ষণ আয়োজন এবং প্রশিক্ষণ পরবর্তী ব্যাবসা শুরু করতে নারী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবারকে সহায়তার হাত বাড়িয়েছে। এভাবে সবাই এগিয়ে আসলে দেশে দারিদ্র্য বিমোচন হবে। কমিউনিটি পর্যায়ে আয়মূলক দক্ষতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে পোশাক তৈরি, প্যাকেট ও বাজারের ব্যাগ তৈরির কার্যক্রম বাস্তবায়ন করছে রোটারি ক্লাব চিটাগাং সাগরিকা এবং ব্রাই্‌ট বাংলাদেশ ফোরাম।

ব্রাই্‌ট বাংলাদেশ ফোরামের প্রোগাম ম্যানেজার সোহাইল উদ দোজার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ৩৫ নং ওয়ার্ড নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেশমা চৌধুরী, মোশারফ হোসেন নীরব, মো. ইসমাইল, রনজিতা ধর, রেজিয়া বেগম,রোটারেক্ট মোজাম্মেল মাসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের কর্মশালা
পরবর্তী নিবন্ধটেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি