নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণের সময় ধারালো অস্ত্রসহ চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ বশির, মো. শান্ত, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জয় ও মোহাম্মদ সাকিব।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সাগরিকা মোড় এলাকায় অন্ধকার গলিতে সন্ত্রাসী প্রকৃতির কিছু লোক ঘোরাঘুরি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ কাঠের বাটযুক্ত কিরিচ, ২টি লোহার রড, ১টি চাপাতি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ২টি পুরাতন গামছা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়–ঘটনাস্থলে তারা গাড়ি ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।