সাকিব-শরিফুলের বোলিংয়ে টানা তৃতীয় জয় বাংলা টাইগার্সের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

কানাডার গ্লোবাল টিটোয়েন্টি লিগে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার সাথে উইকেটের দেখা পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। এই দুজনের দুর্দান্ত বোলিং এর পর ওয়েইস এর অল রাউন্ড পারফরম্যান্সে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলা টাইগার্স। গত বুধবার রাতে সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করে সাকিবশরিফুলদের বাংলা টাইগার্স। এই জয়ের ফলে চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা টাইগার্স। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে এই জয়ে বড় অবদান রাখেন পেসার শরিফুল ইসলাম। আর সাকিব ৪ ওভারে ২১ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ৭ বলে মাত্র ১ রান নিয়ে বিদায় নেন সাকিব। ব্র্যাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল সারে জাগুয়ার্স। নিজের প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারে সুনিল নারাইনকে ফিরিয়ে শুরুটা করেন পেসার শরিফুল। রানের খাতা খুলতে পারেননি নারাইন। এরপর ওয়েইস, ক্যাম্পার এবং সাকিবের সাঁড়াশি আক্রমণে তিনি। একের পর এক উইকেট হারাতে থাকে সারে জাগুয়ার্স। এক সময় মনে হচ্ছিল শতরানের নিচেই অল আউট হবে সারে জাগুয়ার্স। কিন্তু মাঝখানে মার্কাস স্টয়নিস এবং শেষ দিকে লগান বেন বিক এর দৃঢ়তায় শেষ পর্যন্ত শতরান পার করতে সক্ষম হয় জাগুয়ার্স। এক বল বাকি থাকতে ১০১ রানে অল আউট হয় সারে জাগুয়ার্স। দলের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছে কেবল দুজন। তারা হলেণ ২৯ বলে ৩৬ রান করা স্টয়নিস এবং ৩৭ বলে ৩১ রান করা লগান বেন বিক। বাকিরা কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বাংলা টাইগার্সের পক্ষে ১১ রানে ৩ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং ডেভিড ওয়েইস।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রহমানুল্লাহ গুরবাজকে হারায় বাংলা টাইগার্স। ৫ রান করেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ২২ রান যোগ করেন ওয়াসিম এবং পারগাত সিং। ১০ রান করা পারগাত সিংকে এলবিডব্লিউ করে এজুটি ভাঙ্গেন সুনিল নারাইন। নারাইনের পরের ওভারে ফিরেন মোহাম্মদ ওয়াসিম। তার ব্যাট থেকে আসে ১৪ রান। একই ওভারে এক রান করা সাকিবকে ফেরান নারাইন। বেন ভিকের শিকার হয়ে কার্টিস ফিরেন ১০ রান করে। আর পাকিস্তানী ইফতেখার ফিরেন ২১ বলে ১৩ রান করে।

৭৩ রানে ৬ উইকেট হারানোর পর ডেভিড ওয়েইস এবং ডিলন হেইলিগার মিলে আর কোন বিপদ হতে দেননি। এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে তবেই ফিরেন দুজন। ওয়েইস অপরাজিত ছিলেন ১৯ বলে ২৭ রান করে। আর ডিলন অপরাজিত ছিলেন ১২ বলে ১৭ রান করে। সারে জাগুয়ার্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন সুনিল নারাইন। তবে অল রাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন বাংলা টাইগার্সের ডেভিড ওয়েইস। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলা টাইগার্সের সিইও জাফির ইয়াছিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধতানজিদ-রনির নৈপুণ্যে ওয়ানডেতে জয় পেল এইচপি দল
পরবর্তী নিবন্ধঅলিম্পিকের দ্রুততম জল মানব চীনের ঝ্যানলে