দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশন সমাপ্ত। ৩ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে ৯ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য। ওয়ানডে সিরিজ জিতে ডারবানের পথে টাইগার ক্রিকেটাররা। দুই টেস্টের প্রথম ম্যাচ ডারবানের কিংসমিডে। আগামী ৩০ মার্চ মোমিনুল হকের নেতৃত্বে টেস্ট সিরিজে প্রোটিয়াসদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। তবে আগেই জানা ছিল টেস্ট দলে থাকছেন না সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ শেষ করে সাকিব দেশে ফিরে আসছেন। গত রাতেই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীতে এসে পৌঁছান সাকিব। এছাড়া ওয়ানডে দলে থাকা বাকি চার ক্রিকেটার, যারা টেস্ট দলে নেই, তারা ফিরবেন আজ সকালে। এদের মধ্যে রয়েছেন ওয়ানডে স্পেশালিস্ট মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। তারা ফিরে আসছেন আজ শুক্রবার সকাল ৯ টায়।












