সাকিব আল হাসানের বায়োপিক বানাতে চান সৃজিত

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখতে গতকাল বুধবার ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করতে সমপ্রতি মিথিলার সঙ্গে ঢাকায় আসেন সৃজিত। সে সুযোগেই খেলা দেখতে মাঠে চলে যান তিনি।
খেলা দেখার ফাঁকে গণমাধ্যমের কাছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সৃজিত। এই নির্মাতা বলেন, সাকিবকে নিয়ে এখানে কেউ বায়োপিক করবেন না? আমার খুব ইচ্ছে সাকিবকে নিয়ে একটা বায়োপিক করার। খবর বাংলানিউজের।
তবে শুধু সাকিব আল হাসান না, সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে নিয়েও সিনেমার বানানোর ইচ্ছের কথা জানান তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন রকিবুল। সে ঘটনাই মন ছুঁয়েছে এই নির্মাতার। তবে এই বায়োপিক দুটির ব্যাপারে এখনো কারো সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
কথা বলার ফাঁকে নিজের পরবর্তী কাজের প্রচারণা করতেও ভুল করেননি তিনি। জানিয়ে দিলেন, ফেলুদাকে নিয়ে বানানো ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন আসবে আগামী মাসে। তৃতীয় সিজনের কাজও শেষ। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস
পরবর্তী নিবন্ধনুসরাতের খোলামেলা উপস্থিতি যা বলেছিলেন বাবা-মা