পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি হলেও শেষ পর্যন্ত দেশে ফিরে আসেননি সাকিব। শেষ মুহূর্তে সাকিব নিজেই সিদ্ধান্ত পাল্টেছেন। দেশে ফিরে না এসে দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং আজ ২৩ মার্চ শেষ ম্যাচ খেলবেন এই অলরাউন্ডার। আপনজনের অসুস্থতায় তাদের পাশে না থেকে দেশ ও জাতির জন্য সাকিবের এই ত্যাগের প্রশংসা সবার মুখে মুখে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সাকিবের এ ত্যাগী মানসিকতাকে অনেক বড় ব্যাপার বলে অভিহিত করেছেন।