গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিলেন টেস্ট ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে। তবে তিনি তার শেষ টেস্ট ম্যাচটি দেশে এসে খেলতে চান। আর সে জন্য তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। তারই প্রেক্ষিতে সাকিব নিরাপত্তার ব্যাপারটি বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি, পুলিশ বা র্যাব নই। নিরাপত্তা আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার–পর্যায় থেকে আসতে হবে। নিরাপত্তা দুই রকমের। একটা হলো সে হয়তো পরিষ্কার করেছে, বলেছে সরকারি, আরেকটা হলো আমাদের দর্শকরাও আছে। এই ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসলে এটাতে তেমন একটা অংশ হতে পারব না। এই মুহূর্তে আমরা কিছু বলতে পারব না বোর্ড থেকে কী করতে পারি। ব্যক্তি পর্যায়ে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য আমাদের নেই।’ মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। এ নিয়ে বোর্ড ও নির্বাচকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি সভাপতি।