সাকিবের অভাব বেশি অনুভব করেছেন ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৪৬ পূর্বাহ্ণ

শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে গতকাল বিকেলে ঢাকায় ফিরে এসেছে বাংলাদেশ দল। দেশে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসের ডমিঙ্গো জানান সাকিব আল হাসানেরই অভাবটা খুব বেশি অনুভব করেছেন তিনি। যে কারণে দ্বিতীয় টেস্টে এভাবে হারতে হয়েছিল তার দলকে। শ্রীলংকায় প্রথম টেস্টে ব্যাটসম্যানদের সাফল্যে টেস্ট ড্র করা গেলেও দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানেই হারতে হয়েছে বাংলাদেশকে। উইকেট বুঝতে না পারা এবং দল নির্বাচনে ভুলের পুরো খেসারত দিতে হয়েছে ২০৯ রানের ব্যবধানে হেরে। দ্বিতীয় টেস্ট শুরুর আগে যেখানে দলীয় ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং দেশে বসে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলছিলেন, বাংলাদেশের এখন ভালো খেলার দিকে মনোযোগ দেয়া উচিত। সেশন বাই সেশন ধরে ধরে খেললে শেষ পর্যন্ত যেতে পারবে মোমিনুলরা। সেখানে কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন ভিন্ন কথা। তিনি বলেছিলেন, ড্র’য়ের চিন্তাই করা যাবে না। চিন্তা করতে হবে জয়ের। যে কারণে একাদশ সাজাতে গিয়ে ডোমিঙ্গো নিজের মতেরই প্রতিফলন ঘটিয়েছেন। দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে দল সাজিয়েছেন। অথচ শ্রীলংকা দল তৈরি করে পুরো স্পিন নির্ভর। কোচের সে পদ্ধতি কোন কাজে আসেনি। হারতে হয়েছে বিরাট ব্যবধানে। ম্যাচ শেষে এবং গতকাল দেশে ফিরে মিডিয়ার মুখোমুখি হয়ে প্রধান কোচ জানালেন তিনি সাকিবের সার্ভিসটা খুব বেশি মিস করেছেন। সাকিব দলে থাকলে এমন ফল হতো না। সাকিব দলে না থাকাতেই এমনটি হয়েছে। কারন সাকিব সব সময় দলের জন্য বড় অবদান রাখেন। সেটা ব্যাট হাতে হোক কিংবা বল হাতে। এবার শ্রীলংকার বিপক্ষে সেটা পায়নি দল।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্সকে উড়িয়ে দিল আবাহনী
পরবর্তী নিবন্ধকরোনার কাছে হার মেনে স্থগিত আইপিএল