টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলা হলো না বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা ভেসে গেলো বৃষ্টিতে। ম্যাচটা খেলতে পারলে হয়তো নিজেদের শক্তি ও দুর্বলতা কিছুটা হলেও যাচাই করে নেয়ার শেষ সুযোগটা পেতো সাকিব আল হাসানরা। সর্বশেষ যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচের পারফরম্যান্স হতাশ করেছে টাইগার সমর্থকদের। ম্যাচে বাংলাদেশের ব্যাটম্যানদের সামর্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন। তবে বাংলাদেশ দলেল ক্রিকেটারদের সামর্থ নিয়ে কোন প্রশ্ন তুলতে চাননা সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি জানান বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভালো করার সক্ষমতা আছে। তবে জায়গামত সেই সক্ষমতা প্রয়োগ করাটাই হলো আসল।
বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি জানান আমি গত কিছুদিন ক্রিকেট দেখার মধ্যে ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে।
কিন্তু আমাকে বিশ্বাস করুণ, একটা খেলাও দেখার সুযোগ আমার হয়নি। গত মঙ্গলবার পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে। তাই এখন খেলা গুলো দেখবো। তখন হয়তো কথা বলতে পারবো। তবে দলের চাওয়া-পাওয়াটা ভালো পথে এগিয়ে যাক সে প্রত্যাশাই করেন মাশরাফি। একই সঙ্গে শুভকামনাও জানান তিনি। মাশরাফি বলেন, যে কথাগুলো হচ্ছে অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে।