সাউন্ড বক্সের ভেতরে ১৪ হাজার ইয়াবা, আটক ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

কক্সবাজার থেকে কিশোরগঞ্জে পাচারের সময় নগরীর কোতোয়ালী থানার লালদীঘি ময়দান এলাকা থেকে সাউন্ড বক্সের ভেতর লুকানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় পাচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। আটক দুইজন হলেন- কিশোরগঞ্জ সদর থানার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. সুফল মিয়া (২২) ও মো. রোকন মিয়ার ছেলে মো. সজীব (১৮)। গতকাল বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদে জব্দ ইয়াবা বিশেষ কায়দায় পিকআপের সাউন্ড বঙের ভেতরে লুকিয়ে কঙবাজার থেকে কিশোরগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল বলে স্বীকার করেন আটক দুইজন। এদিকে অপর একটি অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশের অপর একটি টিম (উত্তর বিভাগ)। তারা হলেন- মো. হেলাল (৩৩), মো. আইয়ুব (২১), মো. মমতাজ (৪১) ও মো. আনোয়ার হোসেন ওরফে শিমুল (২৫)।

পূর্ববর্তী নিবন্ধ২১ দফা ইশতেহার এলডিপি প্রার্থীর
পরবর্তী নিবন্ধরেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভা