বাঁশখালী, পটিয়া ও সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৯ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব ও পুলিশ। এসব ইয়াবার অনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা। গত শনিবার রাত ও গতকাল রবিবার পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬জনকে আটক করা হয়েছে। বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীতে সাউন্ডবক্স ও এমপ্লিফায়ারের ভেতর থেকে ৭ হাজার ৬০০পিস জব্দ করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে পুইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এসময় কঙবাজারের মগনামা পাড়ার মো. ইসমাঈলের পুত্র মোহাম্মদ জোবায়ের (২৪) কে আটক করা হয়। একই স্থানে অপর অভিযানে শরীরে লুকানো ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ হাটহাজারী থানার মির্জাপুর সরকার হাট এলাকার দেলোয়ারের পুত্র মেহেদী হাসান (২৫) কে আটক করা হয়। বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় র্যাবের অভিযানে প্ল্যাস্টিক ব্যাগ ও ইয়াবা ব্যবসায়ীর শরীরে পাওয়া গেছে প্রায় ৮ হাজার ইয়াবা। এসময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শনিবার রাত ১ টার দিকে উপজেলার বুধপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল রবিবার দুপুরে র্যাব-৭ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মো. নূরুল আবছার এ তথ্য জানান। সীতাকুণ্ডে প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে ছয় লক্ষ টাকার ইয়াবাসহ মো. আব্দুল আলীম (২৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক আলীম কক্সবাজার জেলার টেকনাফ থানার নোয়াপাড়া গ্রামের চার নাম্বার ওয়ার্ডের মৃত ফরিদ উদ্দিনের পুত্র। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।