সাউদার্ন ইউনিভার্সিটি বিজনেস ক্লাব আয়োজিত বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচ ৭১। গত বুধবার সাউদার্ন ইউনিভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাচ ৭১ ব্যাচ ৯ রানের ব্যবধানে ৭০কে পরাজিত করে। ম্যাচসেরা নির্বাচিত হন বিজয়ী দলের আরাফাত। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রধান ড. সিরাজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য তাহি চৌধুরী, আদিব, আতিক ফাহিম, ফাহাদ, ফারিদিন, আসিফ, আদনান, কাহের প্রমুখ।