সাউদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনালে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সরাসরি () সেটে কম্পিউটার সাইয়েন্স ডিপার্টমেন্টকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাউদার্ন ইউনিভার্সিটির প্রোভিসি প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী। সাউদার্ন স্পোর্টস সেন্টার এর ইনচার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আবুল হাসান ও কম্পিউটার সাইয়েন্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান জমির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির সদস্য প্রিয়াম চৌধুরী, সাজিদ হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক মাইসা তাহরিন, সাদিয়া সালমা, ইঞ্জিনিয়ার শ্যামল হালদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য অপ্রুম মুহুরী, সাজিদ আনসারি প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার জাহিদ হাসান। এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগ অংশগ্রহণ করে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সাউদার্ন ইউনিভার্সিটির ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। আজ ৬ ফেব্রুয়ারি হবে জার্সি উম্মোচন অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধটিসিজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন